মঙ্গলবার, ২রা ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ ১৪৩২


হেনস্তার শিকার অভিনেত্রী সুদীপা


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫ ১৬:৪০

আপডেট:
২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৬

ফাইল ছবি

কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্তার শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি। সঙ্গে ছিল তার ছোট ছেলে আদিদেব। অপ্রত্যাশিত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি এবং তার শিশুসন্তান।

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে সুদীপা এই দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অ্যাপ ক্যাব ব্যবহার করেছিলেন।

কলকাতার বন্ডেল রোড থেকে নিজের দোকান থেকে ক্যাবে চড়ে নিউটাউনে দাদার বাড়িতে যাচ্ছিলেন তিনি। গাড়িতে থাকাকালীন মাঝপথে চালককে একটি মিষ্টির দোকানে মাত্র পাঁচ মিনিটের জন্য দাঁড়ানোর অনুরোধ করেন সুদীপা। আর এই সামান্য অনুরোধেই শুরু হয়ে যায় বিপত্তি।

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, পাঁচ মিনিটের জন্য দোকানে দাঁড়াতে বলায় অ্যাপ ক্যাব চালক তাকে আরও একটি 'স্টপ' যোগ করার কথা বলেন। সুদীপা প্রথমে রাজি হলেও পরে ভাবেন, মাত্র পাঁচ মিনিটের জন্য অতিরিক্ত স্টপ যুক্ত করবেন কেন? এরপরেই মূলত সমস্যা শুরু হয়

সুদীপা আরও জানান, তিনি চালককে বন্ডেল রোড ধরে বালিগঞ্জ ফাঁড়ির রাস্তা দিয়ে মা উড়ালপুল ধরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু চালক সেই কথা শোনেননি, বরং অন্যদিকে গাড়ি ঘুরিয়ে দেনএরপরই সুদীপা আপত্তি জানালে চালক অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।

পরিস্থিতি এতটাই খারাপের দিকে যায় যে একপর্যায়ে ওই চালক সুদীপাকে মারতে উদ্যত হনযদিও অভিনেত্রীও আত্মরক্ষার্থে পাল্টা চড়-ঘুষি মেরেছেন বলে জানানএই পুরো ঘটনায় তার ছোট ছেলে আদিদেব প্রচণ্ড ভয় পেয়েছে এবং সে এখনও স্বাভাবিক হতে পারেনি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top