10021

05/08/2025 রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩

বাগেরহাট থেকে

২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৬

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার গভীর রাতে কেন্দ্রের প্রধান ফটক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজির বেশি তামার তার উদ্ধার করে আনসার সদস্যরা।

এ নিয়ে গত ১০ মাসে ৫২টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৫৮ লাখ ৬ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৩৮ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করল আনসার সদস্যরা।

আটকরা হলেন, খুলনা শহরের জিরোপয়েন্ট এলাকার মো. আবু সোলেমান আকোনের ছেলে মো. মামুন আকোন (২৩), মো. নাঈম শেখের ছেলে মো. বিল্লাল শেখ (২০) এবং বাগেরহাটের রামপাল উপজেলা সদরের ইমন শেখের ছেলে মো. ইমরান শেখ (২১)। আটকদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালামালসহ তাদের থানায় সোপর্দ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]