10081

05/02/2024 খুব শিগগিরই চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আনছে গুগল : সুন্দর পিচাই

খুব শিগগিরই চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আনছে গুগল : সুন্দর পিচাই

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:০৯

অ্যালফাবেট ইন্টারন্যাশনাল ও গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, শিগগিরিই গুগল চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ল্যামডা’ আনতে চলেছে। এটি চ্যাটজিপিটির মতোই এআই বেসড লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউল। যারা সংরক্ষিত বিভিন্ন ডাটা দ্বারা প্রশিক্ষিত।

সুন্দর পিচাইয়ের ভাষ্য মতে, ল্যামডা চলতি সপ্তাহ ও চলতি মাসেই সাধারণের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।

সম্প্রতি গুগলের চতুর্থ প্রান্তিকের আয়-ব্যয় রিপোর্ট প্রদর্শন সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এতে সুন্দর পিচাই বলেন, ব্যবহারকারীরা খুব দ্রুতই গুগলের এআই সেবা গ্রহণ করতে পারবেন। যা ব্যবহারকারীদের কাছে অনেকটা ‘চ্যাম্পিয়ন’ এর মতো মনে হবে।

তিনি বলেন, আমরা গুগলের এআই উন্মুক্ত করার একদম দ্বারপ্রান্তে রয়েছি।

মূলত গত বছরের শেষ দিকে মাইক্রোসফট তাদের চ্যাটজিপিটি উন্মুক্ত করায় রীতিমতো হুমকির মুখে পড়েছে গুগলের ব্যবসায়। তখন থেকেই প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হওয়ে উঠতে মরিয়া হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় এবার তাদের এআই প্রজেক্ট ল্যামডাকে সামনে আনতে যাচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]