10312

05/12/2025 ভূমিকম্পে নিখোঁজ আছেন ঢাকার সাবেক তুর্কি দূত ওজতুর্ক

ভূমিকম্পে নিখোঁজ আছেন ঢাকার সাবেক তুর্কি দূত ওজতুর্ক

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:২৪

ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশে দায়িত্ব পালনকারী তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক নিখোঁজ রয়েছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তি‌নি ঢাকায় দায়িত্ব পালন ক‌রেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তুরস্ক দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশ‌টির বর্তমান রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। ভূমিকম্প নি‌য়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত তুরান জানান, তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতোলিয়া এলাকায় ভূমিকম্পে নিখোঁজ রয়েছেন ডেভরিম ওজতুর্ক। তিনি সেখানে তুরস্কের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে দায়িত্ব পালন করতেন। ভূমিকম্পের পর তার কোনো খোঁজ মেলেনি।

উল্লেখ্য, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]