10375

05/08/2025 আওয়ামী লীগের সভায় এমপির উপস্থিতিতে সংঘর্ষ, আহত ১২

আওয়ামী লীগের সভায় এমপির উপস্থিতিতে সংঘর্ষ, আহত ১২

মাদারীপুর থেকে

১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৫

মাদারীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপেক্ষ ১২ জন আহত হয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পূর্ব পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জুয়েল হাওলাদারের ছেলে ইমন হাওলাদার (২৫), মনা খলিফার ছেলে মাসুদ খলিফা (৩৫), নূর মোহম্মদ হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার (২৮), খালেক মুনশির ছেলে নাঈম মুনশি (১৭), লিটন হাওলাদারের ছেলে অর্ক হাওলাদার (১৬) ও ছালাম জমাদ্দারের ছেলে আলী হোসেন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে স্বপন হাওলাদার। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে ছিলেন।

সভায় রাস্তি ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল মোল্লা ও পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লার নেতৃত্বে একটি মিছিল আসে। এরপরেই শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে বেল্লাল মোল্লা ও নাসিরউদ্দিন সমর্থকদের সঙ্গে পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হকের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ১২ জন। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, দুই পক্ষের সংঘর্ষ হওয়ায় সংক্ষিপ্ত আকারে পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভা শেষ করা হয়। হামলায় আহতদের দেখতে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে যান সংসদ সদস্য শাজাহান খান। এ সময় তিনি আহত নেতাকর্মীদের বিষয় খোঁজ-খবর নেন।

পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বলেন, ‘শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের পরিচিতি সভা চলছিল। প্রধান অতিথি সংসদ সদস্য শাজাহান খানও অনুষ্ঠানে আসেন। তার বক্তব্য দেওয়ার আগেই বেল্লাল মোল্লা ও নাসিরউদ্দিনের লোকজন মিছিল নিয়ে সভায় অর্তিকিত হামলা চালায়। হামলায় আমার ৬ জন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে সংক্ষিপ্ত আকারে সমাবেশ শেষ করা হয়।’

অভিযোগের বিষয়ে পাঁচখোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লা বলেন, ‘আমাদের নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে। এখানে রাস্তি ইউনিয়নের লোকজন ঝামেলা করছে। আমার কোনো লোকজন কাউকে আঘাত করেনি।’

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের এমপিকে নিয়ে যথাসময় সভাস্থলে চলে আসি। সভা চলাকালীন এক কোনায় কিছু পোলাপান হট্টগোল করে। এ সময় এক ছেলেকে হাতুড়ি দিয়া মাথায় আঘাত করা হয়। পরে আমাদের সিনিয়র নেতারা এগিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৮ থেকে ১০ মিনিট হট্টগোল ছিল। পরে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান শেষ হয়।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের সভায় চেয়ারে বসা নিয়ে দু'পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। তবে ঘটনা তেমন বড় নয়। গুরুতর কেউ আহত নেই। দুই-একজন সামান্য আহত আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা এখনো কোনো অভিযোগ পাইনি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]