10415

05/12/2025 যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৪

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গত ২ -১০ জানুয়ারি যুব গেমসের আন্তঃউপজেলা পর্ব এবং ১৬ -২২ জানুয়ারি আন্তঃজেলা পর্ব অনুষ্ঠিত হয়। এবার চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়াম।

এর আগে, ২০১৮ সালে প্রথমবার অনুষ্ঠিত গেমসে মোট ২১ টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত থাকলেও এবার দ্বিতীয় আসরে রয়েছে ২৪টি ডিসিপ্লিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]