10620

05/09/2025 মোংলায় এলো বঙ্গবন্ধু রেলসেতুর পাইলিং পাইপের শেষ চালান

মোংলায় এলো বঙ্গবন্ধু রেলসেতুর পাইলিং পাইপের শেষ চালান

মোংলা থেকে

২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২৫

ভিয়েতনাম থেকে বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে বঙ্গবন্ধু রেলসেতুর পাইলিংয়ের স্টিল পাইপের শেষ চালান। পাইপ নিয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে বিদেশি জাহাজ এমভি জুপিটার। এখন চলছে খালাসের কাজ।

স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার জেনারেল ম্যানেজার জিয়াউল হক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর ৩ হাজার ১৩৪ দশমিক ১০৬ টন স্টিলের পাইলিং পাইপের ১৪তম চালান মোংলায় এসেছে। জাহাজ থেকে ২৩০ প্যাকেজের এ পাইলিং পাইপ খালাসের কাজ চলছে। বার্জে (নৌযান) করে সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সেতুর স্টিলের পাইলিং পাইপের এটি শেষ চালান। এরপর পর্যায়ক্রমে আসবে সেতুর মুল স্টেকচারের মালামাল। পাইপ খালাস শেষে এমভি জুপিটার ২৪ ফেব্রুয়ারি মোংলা বন্দর ত্যাগ করবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]