10633

05/09/2025 চট্টগ্রামে দেয়াল ধসে পথচারীর মৃত্যু

চট্টগ্রামে দেয়াল ধসে পথচারীর মৃত্যু

চট্টগ্রাম থেকে

২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:২০

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার জামালখান এলাকায় একটি পুরোনো ভবনের দেয়াল ধসে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জামালখানে এ দুর্ঘটনা ঘটে। এরপর আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, পথের সঙ্গে লাগোয়া একটি পুরোনো ভবনের ভেতর থেকে ভাঙার কাজ চলছিল। এ সময় বাইরে থেকে বুঝা যাচ্ছিল না যে ভেতরে এমন কার্যক্রম চলছিল। এরপরই হঠাৎ একটি দেয়াল পথচারীর ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দেয়ালের নিচে আর কেউ আটকে আছে কি না আমরা তা দেখছি।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বলেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একটি টিম। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]