10685

05/14/2025 নজরুলের কবিতা বাংলা কবিতার পথ চলাকে আমূল বদলে দিয়েছিল

নজরুলের কবিতা বাংলা কবিতার পথ চলাকে আমূল বদলে দিয়েছিল

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৫

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বাংলা ভাষা ও সাহিত্যের সম্পদ। তার কবিতা আধুনিক বাংলা কবিতার একশ বছরের ইতিহাসের মসৃণ পথ চলাকে আমূল বদলে দিয়েছিল।

তিনি বলেন, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে গর্বিত করেছেন।

গতকাল সন্ধ্যায় রাজধানীতে কবি নজরুল ইসস্টিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, একটি স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে বাঙালির আত্মপরিচয় সৃষ্টিতে কাজী নজরুল ইসলামের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্য আমাদের প্রেরণা যুগিয়েছে।

তিনি আরও বলেন, নিপীড়িত মানুষের বঞ্চনার অবসান ঘটিয়ে ধর্মমত নির্বিশেষে সকল বাঙালি মিলেমিশে সমতার ভিত্তিতে একটি নতুন সমাজ সৃষ্টির স্বপ্ন দেখিয়েছিলেন সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম । সেটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ'-এর ভিত্তি।

অনুষ্ঠানে অন্য বক্তারা নজরুলের জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করে বলেন, আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেউই আমাদের মাঝে নেই। রয়ে গেছে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন। আমরা সেটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করলেই তাদের প্রতি যথার্থ সম্মান দেখানো হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]