11279

04/26/2024 নিখোঁজ হওয়ার ৮ মাস পরে বাড়ির আলমারি থেকে স্বামীর দেহ উদ্ধার করলেন স্ত্রী

নিখোঁজ হওয়ার ৮ মাস পরে বাড়ির আলমারি থেকে স্বামীর দেহ উদ্ধার করলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২৩ ১৯:৫৯

হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন রিচার্ড মেজ। ২০২২-এর ২৭ এপ্রিল তাঁর সঙ্গে শেষ কথা হয়েছিল স্ত্রী জেনিফার মেজের। এরপর যেন কর্পূরের মতো উবে গিয়েছিলেন তিনি। অবশেষে ৮ মাস পর তারই বাড়ির একটি পরিত্যক্ত আলমারি থেকে মিললো রিচার্ডের দেহ।

দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ৫৩ বছর বয়সী রিচার্ড মেজ গত বছরের এপ্রিলে তার স্ত্রী জেনিফার মেজকে ফোন করে বলেন তিনি তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরে যাবেন। তার পরে হঠাৎ নিখোঁজ হয়ে যান। জেনিফার ইলিনয়ে তাদের বাড়িতে ফিরে আসার পরে স্বামীকে আর দেখতে পাননি।

স্বামীর সাথে যোগাযোগও করতে পারেননি, তবে তার গাড়িটি বাড়ির বাইরে পার্ক করা ছিল। পুলিশ বাড়িতে এসে অনুসন্ধান করেও রিচার্ডের খোঁজ পায়নি। অবশেষে জেনিফার ক্রিসমাস সজ্জার জন্য বাড়ির একটি পরিত্যক্ত আলমারি খুলে স্বামীর দেহাবশেষ আবিষ্কার করেন।

FOX-এর অনুমোদিত KTVI-এর মতে, জেনিফার বাড়ির সিঁড়ির নীচে একটি কাপড়ের আলমারির পিছনে স্টোরেজ এলাকায় তার স্বামীর মৃতদেহ খুঁজে পান। তাঁর স্বামী আত্মহত্যা করেছেন বলে মিডিয়াকে জানিয়েছেন জেনিফার।

গত সপ্তাহে প্রকাশিত ম্যাডিসন কাউন্টি করোনারের একটি প্রতিবেদন নিশ্চিত করেছে যে রিচার্ড আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের সময় খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কাউন্টির প্রধান ডেপুটি করোনার, কেলি রজার্স, আলাদাভাবে আউটলেটকে বলেছিলেন যে ডিসেম্বরে পুলিশ যখন জেনিফারের বাড়িতে পৌঁছেছিল, তারা বাসস্থানের ভিতরে একটি কটু গন্ধ পেয়েছিলো। ডেপুটি করোনার যোগ করেছেন যে রিচার্ডের দেহ পচনের পর এখন মমিতে পরিণত হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]