1146

05/15/2024 ভালুকায় সুতার কারখানায় আগুন

ভালুকায় সুতার কারখানায় আগুন

জেলা সংবাদাতা, ময়মনসিংহ

১৭ এপ্রিল ২০২১ ২০:৫৬

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি সুতার কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ভরাডোবা এলাকায় ‘এনএসজেড’ নামে সুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় পৌনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চার মাস আগে কোনো প্রকার অনুমোদন ছাড়াই শুধু মাত্র একটি ট্রেড লাইসেন্স নিয়ে এনএসজেড কটন মিল কর্তৃপক্ষ চালু করেন। ঘটনার সময় তুলা ভাঙার মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারখানার সুতা, তুলা ও মেশিনারিজসহ প্রায় পৌনে এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

মিল মালিক শহিদুল ইসলাম জানান, শুধু ট্রেড লাইসেন্স নিয়ে মিলটি কয়েক মাস আগে চালু করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে ৭০/৭৫লাখ টাকার সুতা,তুলা ও মেশিনারিজ পুড়ে গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আল মামুন জানান, তুলা ভাঙার মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়। মিলটির কোনো অনুমোদন নেই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]