11597

05/15/2025 ভারত মহাসাগরীয় অঞ্চলে সাব কমিশনের প্রস্তাব বাংলাদেশের

ভারত মহাসাগরীয় অঞ্চলে সাব কমিশনের প্রস্তাব বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ ২০২৩ ২০:৪২

ভারত মহাসাগরীয় অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণার লক্ষ্যে একটি সাব কমিশনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকায় তিন‌ দিনব‌্যাপী ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের আঞ্চলিক কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের নবম সভার উদ্বোধনী অনুষ্ঠা‌নে এ প্রস্তাব দেয় বাংলা‌দেশ।

সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠা‌ন শে‌ষে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ‌্য জানান তি‌নি।

খুরশেদ আলম ব‌লেন, ভারত মহাসাগীয় অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণার লক্ষ্যে একটি সাব কমিশনের প্রস্তাব দিয়েছি আমরা। ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের আঞ্চলিক কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের বাংলাদেশ চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই কমিটিকে সাব কমিশন করার চেষ্টা করছি।

তি‌নি ব‌লেন, আমাদের প্রস্তাব পাস হলে বাংলাদেশসহ ভারত মহাসাগরীয় অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণায় উন্নয়ন হবে।

খুরশেদ আলম জানান, সারা বিশ্বে সমুদ্র পর্যবেক্ষণ করা হয়। সেটা সুনামির জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, তবে আমাদের এখানে ইন্ডিয়ান ওশানে এটা খুব কম হয়ে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মো‌মেন বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে টেকসই সমুদ্র সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। সমুদ্র খাত উন্নয়নে আমাদের সবার সমান লক্ষ্য।

সভায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়াসহ ১৮টি দেশের প্রতিনিধিরা যোগ দেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের আঞ্চলিক কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]