11605

05/09/2025 এতিম ও দুস্থরা পেল সাড়ে ৪ হাজার কেজি ইলিশ

এতিম ও দুস্থরা পেল সাড়ে ৪ হাজার কেজি ইলিশ

চাঁদপুর থেকে

২৮ মার্চ ২০২৩ ২২:০৭

চাঁদপুরে সাড়ে চার হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাত ৩টায় কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে উত্তর মতলব থানাধীন আমিরাবাদ মৎস্য আড়ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে সাড়ে চার হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]