11699

04/19/2024 বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিক‌শিত হওয়ার প্রত্যাশা বসনিয়ার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিক‌শিত হওয়ার প্রত্যাশা বসনিয়ার

নিজস্ব প্রতিবেদক

২ এপ্রিল ২০২৩ ১৮:২৫

বাংলাদেশের স‌ঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহতভাবে বিকশিত হ‌বে ব‌লে প্রত‌্যাশা করেছেন বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ।

সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠা‌নো অভিনন্দন বার্তায় এমন প্রত‌্যাশা করেন তিনি।

রোববার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিজের পক্ষ থে‌কে দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সম্প্রতি এক অভিনন্দন বার্তায় ড. মোমেনকে আন্তরিক অভিনন্দন জানায়। সেইসঙ্গে বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

কোনাকোভিচ দুই দে‌শের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় প‌ক্ষের স্বার্থে ও কল্যাণে অব্যাহতভাবে বিকশিত হবে বলে অভিনন্দন বার্তায় উল্লেখ ক‌রেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]