11820

05/09/2025 ভারতে পাচার হচ্ছিল সাড়ে ৪ কেজি স্বর্ণ

ভারতে পাচার হচ্ছিল সাড়ে ৪ কেজি স্বর্ণ

চুয়াডাঙ্গা থেকে

৫ এপ্রিল ২০২৩ ২২:২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ২২টি স্বর্ণের বারসহ সাঈদ খান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার (৫ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

আটক সাঈদ খান উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা থেকে ভারতে স্বর্ণ পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ৫৮ বিজিবির একটি বিশেষ টহল দল জেলার জীবননগর উপজেলার উথলী এলাকা ওঁৎ পেতে থাকে।

এ সময় সাঈদ খান মোটরসাইকেলে উথলী এলাকা অতিক্রম করলে বিজিবির দল তাকে ধাওয়া করে দর্শনা রেলক্রসিংয়ের অদূরে পৌঁছালে তাকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে ৪ কেজি ৪১৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, জব্দকৃত স্বর্ণের বারের অনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল।

অভিযুক্ত সাঈদ খানের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরসহ জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]