11910

05/09/2025 ৬ মাস ধরে নকল হারপিক-ভিম লিকুইড তৈরি করছিলেন আব্দুর রহমান

৬ মাস ধরে নকল হারপিক-ভিম লিকুইড তৈরি করছিলেন আব্দুর রহমান

চট্টগ্রাম থেকে

৯ এপ্রিল ২০২৩ ২২:০৬

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ এপ্রিল) দুপুরে বহদ্দারহাট শামসু কলোনিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় হাতেনাতে আব্দুর রহমান নামে একজনকে আটক করা হয়। পরে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, নকল কারখানায় প্রায় ৪০০ বোতল হারপিক এবং ২০০ বোতল ভিম লিকুইড পাওয়া যায়। এছাড়া প্রচুর পরিমাণে ভেজাল কেমিক্যাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব নকল মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, প্রায় ৬ মাস ধরে কারখানাটিতে এসব নকল মালামাল তৈরি করা হচ্ছে। পরে চট্টগ্রামের বিভিন্ন বাজারে এসব নকল পণ্য বিক্রি করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]