11925

05/09/2025 চোরাকারবারীদের দখলে ‘বন্ধন এক্সপ্রেস’, ব্যাহত আন্তর্জাতিক রেলসেবা

চোরাকারবারীদের দখলে ‘বন্ধন এক্সপ্রেস’, ব্যাহত আন্তর্জাতিক রেলসেবা

যশোর থেকে

১০ এপ্রিল ২০২৩ ০২:২১

কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ট্রেনে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য, বিপুল পরিমাণ বিদেশি মদসহ পাঁচজনকে আটক করেছে টাস্কফোর্স। রবিবার (৯ এপ্রিল) সকালে যশোরের বেনাপোল রেলস্টেশনে বিজিবি, পুলিশ ও জেলা টাস্কফোর্সের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

জানা গেছে, ঈদ সামনে রেখে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে বিপুল পরিমাণ অবৈধ পণ্য নিয়ে আসছে চোরাকারবারীরা, এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ি, থ্রি-পিস, বিপুল পরিমাণ কাপড়সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ লাখ টাকা ও বিজিবি ১০ লাখ টাকার অবৈধ মালামাল আটক করে।

এ বিষয়ে যাত্রীরা জানান, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার কলকাতা-খুলনার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি এখন চোরাকারবারীদের দখলে চলে গেছে। এ দুদিন ট্রেনের অধিকাংশ যাত্রীই অবৈধ পণ্য বহন করে থাকে। চোরাচালানকারীরা বেপরোয়া হয়ে ওঠায় ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক রেলসেবা। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম বলেন, রেলে যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানকারীদের প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমসের উপ-কমিশনার তানভীর আহম্মেদ, জেলা টাস্কফোর্সের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া এবং রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]