11932

05/09/2025 বেশি দামে ঈদের পোশাক বিক্রি, ৩ ব‍্যবসায়ীকে জরিমানা

বেশি দামে ঈদের পোশাক বিক্রি, ৩ ব‍্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর থেকে

১০ এপ্রিল ২০২৩ ১৭:২৩

মাদারীপুরে ৩টি প্রতিষ্ঠানে বেশি দামে পোশাক বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এরই পরিপ্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়।

তবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২টি প্রতিষ্ঠান (কাজী সু স্টোর ও বীথি ফ্যাশন) এবং ধার্যকৃত মূল্যের বেশি ও এক পোশাকে অন্য পোশাকের নাম লিখে বিক্রি করার দায়ে পালকি বস্ত্রালয়কে জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানে মোট ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। তাদেরসহ অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]