1201

05/15/2024 ফেনীতে ১৯ দোকান পুড়ে ছাই, দগ্ধ ৫

ফেনীতে ১৯ দোকান পুড়ে ছাই, দগ্ধ ৫

জেলা সংবাদদাতা, ফেনী

১৯ এপ্রিল ২০২১ ২০:৫৪

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহুমুদ বাজারে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৫ যুবক দগ্ধ হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের বক্সমাহমুদ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন সূত্র জানায়, সোমবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে খবর পেয়ে, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় আগুন নেভাতে গিয়ে ৫ যুবক দগ্ধ হয়েছেন।

ততক্ষণে রতন পালের ওষুধের দোকান, হাবিবের ওষুধের দোকান, আবুল কালামের চা দোকান, জসিম পাটোয়ারীর ক্রোকারিজ, মামুন মেম্বারের ফার্নিচার, আবদুল কাদেরের মুদি, তাপস পালের মুদি , নুর হোসেনের মুদি, ইন্দ্রজিতের স্বর্ণ, কবিরের মুদি, সুনিলের মুদি, মাস্টার অহিদুল ইসলামের কাপড়, রফিকের পান দোকান , দুলাল দাস, আবদুল কাদের, মিন্টু সাহা, রাজু ও জহিরের দোকান আগুনে পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা হতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]