12015

05/09/2025 কুড়িগ্রামে ২ টাকার সবজি বাজার

কুড়িগ্রামে ২ টাকার সবজি বাজার

কুড়িগ্রাম থেকে

১৩ এপ্রিল ২০২৩ ১৮:০৫

কুড়িগ্রামে দরিদ্রদের জন্য ২ টাকার সবজি বাজার চালু করেছে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয়স্তম্ভে আনুষ্ঠানিকভাবে এ বাজার চালু হয়। ঈদের আগের দিন পর্যন্ত এ কর্মসূচি চলবে।

উদ্বোধনী দিনে দেড় শতাধিক শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি আলু ও বেগুন, একটি করে মিষ্টিকুমড়া, লাউ ও ডিম দেওয়া হয়। ২ টাকার বিনিময়ে প্রায় দেড় শ টাকার সবজি পেয়ে সবাই খুশি।

আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী বলেন, সারা দিন ভিক্ষা করেও দুই শ টাকা জোটে না। সেখানে মাত্র ২ টাকায় প্রায় দুই শ টাকার সবজি পেলাম, সঙ্গে একটি ডিম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। চলতি মাসে ডিম ভাগ্যে জোটেনি। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।

ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, এ কর্মসূচির মাধ্যমে ঈদের আগের দিন পর্যন্ত ২ টাকার বিনিময়ে দরিদ্র মানুষজন ডিমসহ পাঁচটি জিনিস কিনতে পারবেন। প্রতিদিন দেড় থেকে দুই শ মানুষের মাঝে বিতরণ করা হবে। এ সবজি বাজারে ২ টাকা নেওয়া হয় কারণ এটা রিলিফ নয় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। এটা দয়া বা করুণা নয়, এটা তাদের অধিকার।

উদ্বোধনের পূর্বে বক্তব্য দেন সফি খান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ইউসুফ আলমগীর, ওয়াহিদুজ্জামান তুহিন, আমানুর রহমান খোকন, আব্দুল কাদের প্রমুখ।

কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ফুল সংগঠনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]