12030

05/09/2025 আদালতের সামনে শিয়ালের মাংস বিক্রি, যুবক আটক

আদালতের সামনে শিয়ালের মাংস বিক্রি, যুবক আটক

নোয়াখালী থেকে

১৩ এপ্রিল ২০২৩ ২০:২৮

নোয়াখালীর জেলা শহরে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করতে গিয়ে তাজুল ইসলাম (৩৫) নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত শিয়ালের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।

দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তা‌হেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন তাজুল ইসলাম। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও নিজাম উদ্দিন আহমেদ। তিনি প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির সময় তাজুল ইসলামকে হাতেনাতে আটক করেন। এ সময় বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়াল এর মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তাই তাজুল ইসলামকে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান তাজুল ইসলাম। জব্দ করা শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এ সময় বন্যপ্রাণী ও জীব‌ বৈ‌চিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খ‌লিল, উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা এএসএম ম‌হিউ‌দ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়ালকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। যা ধরা, মারা, বিক্রি করা বা খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]