12081

05/09/2025 ভোলায় তিন কোটি টাকার গলদার রেণু জব্দ

ভোলায় তিন কোটি টাকার গলদার রেণু জব্দ

ভোলা থেকে

১৬ এপ্রিল ২০২৩ ১৬:১৬

ভোলার মেঘনায় অভিযান চালিয়ে দেড় কোটি চিংড়ির রেণুসহ একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দ করা রেণুর আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা বলে দাবি কোস্টগার্ডের।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে মেঘনার ইলিশা পয়েন্টের ভাংতিখাল এলাকা থেকে এসব গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় পাচারকালে একটি নৌকাসহ রেণু জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্টকে এম শাফিউল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বিশেষ অভিযান চালান। এ সময় সদরের ভাংতির খাল এলাকার মেঘনা নদীতে সন্দেহজনক একটি ট্রলার ধাওয়া করলে জড়িত পাচারকারীরা ট্রলার তীরে রেখে পালিয়ে যান।

পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে দেড় কোটি পিস গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। জব্দ রেণু শনিবার দুপুরে মৎস্য বিভাগের উপস্থিতিতে ভোলা সদরের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]