12118

05/09/2025 রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ভারতীয় শ্রমিকের মৃত্যু

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ভারতীয় শ্রমিকের মৃত্যু

বাগেরহাট থেকে

১৭ এপ্রিল ২০২৩ ০১:২৭

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় এফজিডি (এ্যাশ ক্লিয়ারেন্স প্লান্ট) থেকে পড়ে ব্রিজেশ কুমার ভার্মা (৩২) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ২৮ মিটার উপরের প্ল্যাটফর্মে কাজ করা অবস্থায় অবসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন ব্রিজেশ কুমার ভার্মা। পরে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ব্রিজেশ কুমার ভার্মা ভারতের উত্তর প্রদেশের ফয়জাবাদ জেলার হারদাই লালপুর এলাকার রাম প্রতাপ ভার্মার ছেলে। তিনি রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়ে আহত ভারতীয় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]