12135

05/09/2025 কার্বাইড দিয়ে পাকানো ৮ হাজার কেজি আম জব্দ

কার্বাইড দিয়ে পাকানো ৮ হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরা থেকে

১৭ এপ্রিল ২০২৩ ১৯:৫৬

সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্য (কার্বাইড) দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির ৮ হাজার কেজি আম জব্দ করেছে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প। কার্বাইড মেশানো সেই আমগুলো ঢাকায় পাঠানো হচ্ছিল।

রোববার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে.এম. গালিব। সাতক্ষীরা শহরের বাঁকাল ট্রাক স্ট্যান্ড এলাকায় ট্রাকভর্তি আম জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিনের নির্দেশনায় বুলডোজার মেশিনের চাকায় পিষে আমগুলো নষ্ট করা হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে.এম. গালিব বলেন, গোপন তথ্যে আমরা জানতে পারি কালিগঞ্জ উপজেলার জিরেন গাছা থেকে ট্রাকভর্তি অপরিপক্ক আম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শহরের বাঁকাল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই ট্রাক থেকে ৮ হাজার কেজি অরিপক্ক আম জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা ।

তিনি আরও বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিক দ্রব্য মিশিয়ে আম পাকিয়ে বিক্রি করেছেন। এসব অপরিপক্ক আম ঢাকায় পাঠাচ্ছিলেন তারা। এই আমগুলো বাজারজাত করতে এখনো অনেক সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নিক দ্রব্য দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে রোববার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত করণের দিন নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]