12148

05/09/2025 মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

গাইবান্ধা থেকে

১৭ এপ্রিল ২০২৩ ২৩:২৮

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকাসক্ত ছেলে আব্দুল কুদ্দুসের (৪৫) বিরুদ্ধে মা কুলসুম বেগমকে (৭০) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তিনি নেশা করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী-সন্তানরা বাড়ি ছেড়ে দুই কিলোমিটার দূরে জানিপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করেন।

এরপর থেকে আব্দুল কুদ্দুস প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ সকাল দশটার দিকে কুদ্দুস তার মাকে মারধরের এক পর্যায়ে গলা টিপে হত্যা করেন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত কুদ্দুসকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কুদ্দুসকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, আটক আব্দুল কুদ্দুস মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]