12218

05/09/2025 নেত্রকোণায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নেত্রকোণায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নেত্রকোণা থেকে

২৪ এপ্রিল ২০২৩ ১৯:২০

নেত্রকোণায় পিকআপ ভ্যানের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বারহাট্টা উপজেলার মনাষ গ্রামের তুলসী দাসের ছেলে হারাধন দাস (৪০) এবং সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমনী সরকারের ছেলে রমেশ সরকার (৪২)। নিহত দুইজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এদিকে, এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে কান্দুলিয়া এলাকায় নেত্রকোণাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]