12280

05/09/2025 পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

রাজশাহী থেকে

২৭ এপ্রিল ২০২৩ ০০:৩০

পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহিম রহমান (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরের কাজলার ফুলতলা এলাকার পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম নগরের কাজল সুইটের মোড় এলাকার মুশফিকুর রহমানের ছেলে এবং বিনোদপুর এলাকার কমেলা হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুর বারি জানান, দুপুর দেড়টার দিকে মাহিম, সিথিল, আবিরসহ পাঁচ বন্ধু পদ্মা নদীতে গোসল করতে যায়। তবে তাদের মধ্যে মাহিম সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে মাহিম পানিতে তলিয়ে যায়। এ সময় তার এক বন্ধু চেষ্টা করেও তাকে পানি থেকে তুলতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মাহিমের মরদেহ উদ্ধার করে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা মাহিমের মরদেহ উদ্ধার করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]