12322

01/08/2026 হলুদ সাংবাদিকতা বন্ধের আহ্বান ঋতাভরীর

হলুদ সাংবাদিকতা বন্ধের আহ্বান ঋতাভরীর

বিনোদন ডেস্ক

২৯ এপ্রিল ২০২৩ ১৪:১৭

নতুন ছবি ‘ফাটাফাটি’ নিয়ে এখন খবরে থাকছেন ঋতাভরী চক্রবর্তী। ছবির প্রচারেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন।

ঋতাভরী ও প্রেমিক তথাগতের সম্পর্ক নিয়ে আলোচনা চলছেই। সম্প্রতি ঋতাভরীকে ট্যাগ করে তথাগত এক পোস্টে লেখেন, ‘আমার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আমার পরিবারের মতামতের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমি একটি উদারপন্থী পরিবারে থেকে এসেছি।

যেখানে আমাদের প্রত্যেককে যথেষ্ট জায়গা দেওয়া হয় নিজের বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে হস্তক্ষেপেও কেউ বিশ্বাস করে না। ঋতাভরীকে তারা সব সময়ই ভালোবাসে। আমরা শান্তিতে আমাদের ব্যক্তিগত জীবনযাপন করছি। দয়া করে আমাদের একা ছেড়ে দিন।’

ওই পোস্টে এক কমেন্টে ঋতাভরী লেখেন, ‘সব সাংবাদিকদের বলছি, দয়া করে একটু সঠিক খবর দিন। হলুদ সাংবাদিকতা বন্ধ করুন। কিছু মর্যাদা রাখুন। শুধু লিখতে হবে বলে কিছু লিখবেন না।’

সম্প্রতি ওজন বেড়েছে ঋতাভরীর। যা দেখে অনেকেই সমালোচনা করেছেন। পরে জানা গেল, ছবির জন্য ওজন বাড়িয়েছেন ঋতাভরী।

মোটা চেহারার লোকেরা প্রায়শই কটাক্ষের মুখোমুখি হন। তাদের চেহারা নিয়ে বারে বারে কটাক্ষ শুনতে হয়। এই নিয়ে আসছে ঋতাভরীর নতুন ছবি।

‘ফাটাফাটি’-র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। গত বছর এপ্রিলে শুরু হয়েছিল শ্যুটিং। এরই মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে খবরে আসেন ঋতাভরী। প্রেম নিয়ে মুখ খুললেন নায়িকা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]