12355

05/09/2025 সিলেট বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১০ হাজার ৪০২ জন

সিলেট বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১০ হাজার ৪০২ জন

সিলেট থেকে

৩০ এপ্রিল ২০২৩ ১৭:১২

এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় বসেছেন ১ লাখ ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৯৮ এবং মেয়ে রয়েছে ৬৪ হাজার ৮০৪ জন।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ৮৮ জন। আগের বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবার ৯৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪৯টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ৫৯টি, সুনামগঞ্জে ৩৩টি, মৌলভীবাজারে ২৬টি এবং হবিগঞ্জে ৩১টি পরীক্ষাকেন্দ্রে রয়েছে। সিলেট জেলায় ৫৯টি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ৪১ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী।

এর মধ্যে ছেলে ১৭ হাজার ২৮৭ এবং মেয়ে ২৪ হাজার ১৪২ জন। হবিগঞ্জে ৩১টি কেন্দ্রে ১৬৬ শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ৫৪২ পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছেলে ৮ হাজার ৩৮১ ও মেয়ে ১২ হাজার ১৬১ জন। মৌলভীবাজার জেলায় ২৬ কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এই জেলায় ১৮৭ শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছেলে ৯ হাজার ৯৪১ ও মেয়ে ১৪ হাজার ৯০৪ জন। সুনামগঞ্জে ২২০টি শিক্ষা প্রতিষ্ঠানের২৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী ৩৩টি কেন্দ্রে পরীক্ষা বসেছে। এরমধ্যে ছেলে ১০ হাজার ৮৯ ও মেয়ে ১৩ হাজার ৫৯৭ জন।

বিজ্ঞান বিভাগে এ বছর পরীক্ষার্থী সংখ্যা ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে ছেলে ১০ হাজার ২১২ এবং মেয়ে ১৩ হাজার ২৮ জন। মানবিক বিভাগে সর্বাধিক ৮০ হাজার ১৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছেলে ৩১ হাজার ৬৯৮ এবং মেয়ে ৪৮ হাজার ৩১৭ জন। আর ব্যবসা শিক্ষায় ৭ হাজার ৩২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ছেলে ৩ হাজার ৬৮৮ এবং মেয়ে ৩ হাজার ৪৫৯ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]