12356

05/09/2025 রেললাইনের পাশে মিলল নবজাতকের মরদেহ

রেললাইনের পাশে মিলল নবজাতকের মরদেহ

কুড়িগ্রাম থেকে

৩০ এপ্রিল ২০২৩ ১৭:৩৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রংপুর রেললাইনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) সকালের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা মরদেহটি রেললাইনের পাশে রেখে গেছেন তা জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে রেললাইনের পাশে একটি মৃত নবজাতকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ওই এলাকার রবিউল ইসলাম রবি নামের একজন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার। নবজাতকটি মেয়ে বাচ্চা। বাচ্চাটি ফুটফুটে সুন্দর, দেখে খুবই মায়া লেগেছে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকটিকে কেউ হয়তো রাতের আধারে এখানে রেখে গেছে। মরদেহটি রেল লাইনে থাকার কারণে আইনগত বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]