12404

07/12/2025 রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে ভারতীয় হাইক‌মিশনা‌রের সাক্ষাৎ

রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে ভারতীয় হাইক‌মিশনা‌রের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২ মে ২০২৩ ২২:০৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা। আজ (মঙ্গলবার) বঙ্গভব‌নে রাষ্ট্রপতির স‌ঙ্গে হাইক‌মিশনার ভার্মার সাক্ষা‌তের তথ‌্য জানায় ভারতীয় হাইক‌মিশন।

হাইক‌মিশন জানায়, বাংলাদেশের রাষ্ট্রপতিকে হাইক‌মিশনার ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থে‌কে উষ্ণ শুভেচ্ছা জানান। তি‌নি দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি‌কে অবহিত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভার‌তের সহ‌যো‌গিতা এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের গভীর বন্ধনের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ভারতের সঙ্গে তার নিজের সম্পর্কের কথা স্মরণ করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভ‌বিষ‌্যতে বাংলা‌দেশ ও ভার‌তের বহুমুখী অংশীদারিত্বের অব্যাহত প্রবৃদ্ধি নি‌য়ে তার পূর্ণ আস্থার কথা প্রকাশ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]