চাঁদপুরে প্রায় ৫৫ মণ (২ হাজার ৫০ কেজি) পাঙাশের পোনা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টায় চাঁদপুর কোস্টগার্ড ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর কোস্টগার্ডের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদরের মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদীতে পাতানো অবস্থায় ৬টি পাঙাশের পোনা নিধনের চালনি ও ২ হাজার ৫০ কেজি পাঙাশের পোনা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জীবিত পাঙাশের পোনাগুলো মোহনা সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। আর মৃত পাঙাশের পোনাগুলো স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চালনিগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামসহ কোস্টগার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।