12598

05/09/2025 প্রথমবারের মতো ভারত থেকে এসেছে মহিষের মাংস

প্রথমবারের মতো ভারত থেকে এসেছে মহিষের মাংস

দিনাজপুর থেকে

১১ মে ২০২৩ ১৭:৪০

প্রথমবারের মতো ভারত থেকে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে মহিষের মাংস। মিড লাইফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান মহিষের মাংসগুলো আমদানি করে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যার দিকে মিড লাইফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান একটি ট্রাকে করে ১ টন মহিষের মাংস আমদানি করে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মাংস আমদানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মেসার্স অনিক এন্টারপ্রাইজের মালিক অনিক সরকার বলেন, মঙ্গলবার মাংসগুলো আমদানি করা হয়েছে। বুধবার শুল্ক পরিশোধের পর মাংসগুলো ছেড়ে দেওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]