12774

05/10/2025 এসএসসি পরীক্ষা দিতে গিয়ে প্রেমিকের সঙ্গে পালালো ছাত্রী

এসএসসি পরীক্ষা দিতে গিয়ে প্রেমিকের সঙ্গে পালালো ছাত্রী

Sagor

১৮ মে ২০২৩ ০০:৫৩

ভোলার চরফ্যাশন উপজেলায় এসএসসি পরীক্ষা দিতে গিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে আছিয়া খাতুন (১৫) নামে এক পরীক্ষার্থী। মঙ্গলবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে।

এদিন সকালে পৌরনীতি ও নাগরিক বিষয়ের পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় আছিয়া। কিন্তু সে পরীক্ষা কেন্দ্রে না গিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার্থী আছিয়া ও প্রেমিক ওমর ফারুক মনপুরা উপজেলা চর কুকরি-মুকরি ইউনিয়নের আমিনপুর গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা দুজন আপন চাচাতো ভাই-বোন। আছিয়া চর কুকরি-মুকরি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করে সাতটি পরীক্ষাও দিয়েছেন। সে মানবিক বিভাগের পরীক্ষার্থী।

চরকুকরি-মুকরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন দত্ত জানান, আছিয়া খাতুনের সঙ্গে দীর্ঘদিন যাবত এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সকালে সে পৌরনীতি ও নাগরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কেন্দ্রে এলেও পরীক্ষা না দিয়ে সেখান থেকে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে বলে জানতে পেরেছি।

আছিয়া খাতুনের বাবা আবু বক্কর জানান, আছিয়া পরীক্ষা কেন্দ্র থেকে ওমর ফারুকের সঙ্গে পালিয়ে ঢাকায় চলে গেছে। বর্তমানে তারা দুজন ঢাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছে। শুনেছি আছিয়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিয়ে হচ্ছে না। এখন উভয় পরিবার এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেবে।

দক্ষিণ আইচা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]