12834

07/12/2025 ‘এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল’

‘এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল’

নিজস্ব প্রতিবেদক

২০ মে ২০২৩ ২২:০৮

এক নারী এয়ার হোস্টেসের কারণে গায়ক মাইনুল আহসান নোবেল মাদকাসক্ত হয়েছেন বলে দাবি করেছেন তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।

শনিবার (২০ মে) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। তবে নোবেলের সাবেক স্ত্রী ওই এয়ার হোস্টেসের নাম বলেননি।

সালসাবিল মাহমুদ বলেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এয়ার হোস্টেজ জড়িত। তারাই প্রতিনিয়ত নোবেলকে মাদক সাপ্লাই দেন। এ বিষয়ে আমি তাদের বলায় আমার নম্বরে ফোন করে বিভিন্ন জন হুমকিও দেয়।

তাকে মারধরের বিষয়ে তিনি বলেন, নোবেল মাদকসেবন করে বাসায় এসে আমাকে মারধর করত। পরে একদিন আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছে মাদকসেবনের কারণে আমাকে মারধর করে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি। যদিও পরে আইনগত ব্যবস্থা নেয়নি।

সালসাবিল বলেন, আজ ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]