13294

05/05/2024 বাংলাদেশের নামে আর্জেন্টিনায় ফুটবল ক্লাব

বাংলাদেশের নামে আর্জেন্টিনায় ফুটবল ক্লাব

ক্রীড়া ডেস্ক

৬ জুন ২০২৩ ২১:৪৬

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে উন্মাদনা আগে থেকেই ছিল। তবে কাতার বিশ্বকাপে মেসিদের দেশ নিয়ে এ দেশের মানুষের উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। সোশ্যাল মিডিয়ার কল্যানে যা নজর কাড়ে আর্জেন্টিনার মানুষেরও।

তিন যুগের অপেক্ষা শেষে মেসিদের বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের রাস্তায় শিরোপা উদযাপনে ঠাঁই পায় বাংলাদেশও। দেশটির গণমাধ্যমে প্রাধান্য পায় লাল-সবুজের দেশের খবর।

বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে এবার আর্জেন্টিনার বুকে ‘দেপোর্তিবো বাংলাদেশ’ নামে একটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবটির প্রতিষ্ঠাতাদের একজন লিয়ান্দ্রো গাল্লিচিও। যিনি শুরু থেকেই বাংলাদেশের একজন ‘পাগলা’ ভক্ত।

আর্জেন্টিনায় যেমন ফুটবল, তেমনি বাংলাদেশে জনপ্রিয় খেলা ক্রিকেট। আর তাই ভালোবাসার প্রতিদান দিতে অনেক আর্জেন্টাইন লাল-সবুজের দেশের ক্রিকেটকে সাপোর্ট দেওয়া শুরু করে। এ তালিকায় শুরুর দিকেই নাম থাকবে গাল্লিচিওর। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেন একখণ্ড বাংলাদেশ।

বাংলাদেশের নামে প্রতিষ্ঠিত ক্লাবটি শুধু নামেই সীমাবদ্ধ নয়, দেপোর্তিবো বাংলাদেশের জার্সিজুড়ে লাল-সবুজের দেশের প্রতিচ্ছবি। জার্সিতে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও আর্জেন্টিনার স্বাধীনতার নায়ক সেইন্ট মার্টিনের সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও। জার্সি ও ব্যাজের পরতে পরতে আছে বাংলাদেশের পতাকা, মানচিত্র ও ইতিহাস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]