13391

05/03/2024 যে কারণে রাবাদাকে অনুসরণ করেন মুশফিক

যে কারণে রাবাদাকে অনুসরণ করেন মুশফিক

ক্রীড়া ডেস্ক

৮ জুন ২০২৩ ২৩:২৯

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন মুশফিক হাসান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে আজ (৮ জুন) অনুশীলনে যোগ দিয়েছিলেন এই পেসার। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শেষে মুশফিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

নিজেকে ভাগ্যবান দাবি করে এই তরুণ পেসার বলছিলেন, ‌‘সত্যি কথা বলতে এখন বাংলাদেশের পেসারদের দেখেই অনেক কিছু শেখার আছে। উনারা অনেক পরিশ্রম করেন। আমি নতুন হলেও তারা আমার প্রতি অনেক বেশি সহায়ক। তাই সবমিলিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

বর্তমানে মুশফিক বাংলাদেশের পেস বোলারদেরই অনুসরণ করছেন, ‘আজকে যখন ক্যাম্পে প্রথম যোগ দিয়েছি তখন তাসকিন ভাইসহ সব পেসাররা অভিনন্দন জানিয়েছেন। বর্তমানে আমি অনুসরণ করি দেশের পেসারদের।’

এরপরই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে অনুসরণের কারণও জানালেন মুশফিক, ‘আমি রাবাদাকে অনুসরণ করি, যখন উনি অনূর্ধ্ব-১৯ খেলছিলেন। উনার সঙ্গে আমার অ্যাকশনের বেশ মিল রয়েছে, তাই হয়তো। উনার রান-আপ, আগ্রাসন সবকিছুই ভালো লাগে। সে কারণে উনাকে ফলো করি।’

নিজের আত্মবিশ্বাস ও প্রেরণা নিয়ে এই পেসার বলেন, ‘আত্মবিশ্বাস না থাকলে তো এখানে আসতে পারতাম না, তাই না? বড় ভাইরা ভালো করতেছে আমরা দেখে অনুপ্রাণিত হই।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]