13616

05/11/2025 বিষ মেশানো খাবার খেয়ে মারা গেল ৩০০ হাঁসের বাচ্চা

বিষ মেশানো খাবার খেয়ে মারা গেল ৩০০ হাঁসের বাচ্চা

নীলফামারী থেকে

১৮ জুন ২০২৩ ০১:৩৫

নীলফামারীতে খাবারে বিষ মিশিয়ে নুরুজ্জামান হোসেন নুরু নামে এক খামারির ৩০০টি হাঁসের বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জুন) সকালে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগে হাঁসের বাচ্চার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খামার মালিকের অভিযোগ, শত্রুতা করে কেউ এই ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

খামারের মালিক নুরুজ্জামান হোসেন নুরু জানান, খামারে থাকা ৫০০ হাঁসের বাচ্চার মধ্যে ৩০০ মারা গেছে এবং প্রায় ২০০ হাঁসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ২০০ হাঁসের বাচ্চার অবস্থাও আশঙ্কাজনক। রাত ১টায় তিনি ও তার বড় ভাই ফয়জুল ইসলাম হাঁসগুলোকে সুস্থ্য অবস্থায় দেখে বাসায় ঘুমাতে যান।

ভোর ৬টায় তার মা জমিলা বেগম খামারে এসে দেখেন হাঁসগুলো মরে পড়ে আছে। তার মায়ের চিৎকারে পরিবারের লোকজন এসে দেখে হাঁসগুলো মারা গেছে। তাৎক্ষণিক যে হাঁসগুলো জীবিত ছিল সেই হাঁসগুলোকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি বলেন, ভালো হাঁসগুলো দেখে ঘুমাতে গেলাম। ভোরে মায়ের চিৎকারে এসে দেখি এই অবস্থা। স্থানীয় পল্লী চিকিৎসকরা জানিয়েছেন হাঁসের খাবারে বিষ দেওয়া হয়েছে। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে।

কিন্তু নিরীহ প্রাণীর সঙ্গে কেন মানুষ এ রকম করবে তা আমার জানা নেই। হাঁসের বাচ্চাগুলা তো কারো ক্ষতি করেনি। রাতের আঁধারে কে বা কারা এসে খাবারে বিষ মিশিয়েছে তা বলতে পারছি না। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, বিষয়টি শুনেছি, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]