13684

05/11/2025 পদ্মার এক বোয়াল ২৫ হাজারে বিক্রি

পদ্মার এক বোয়াল ২৫ হাজারে বিক্রি

রাজবাড়ী থেকে

১৯ জুন ২০২৩ ২২:৫০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ। পরে মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল ১০টার দিকে পদ্মা নদীর ঢালার চর এলাকার জেলে মংলা হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে মংলা হালদার বলেন, পদ্মা নদীর ঢালার চর এলাকায় সকালে জাল ফেলি। জাল উঠানোর সময় দেখি বড় একটি বোয়াল মাছ জালে আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ২৪ হাজার ৩৪০ টাকায় বিক্রি করি।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে বোয়াল মাছটি কিনে পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ২৫ হাজার ৭৫ টাকায় বিক্রি করেছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]