13926

01/11/2026 নতুন পরিচয়ে কৃতি

নতুন পরিচয়ে কৃতি

বিনোদন ডেস্ক

৫ জুলাই ২০২৩ ১৮:৪১

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। অভিনয় গুণে মুগ্ধ করেছেন সবাইকে। দর্শক তাকে ক্যামেরার সামনে দেখে অভ্যস্ত হলেও, এবার সম্পূর্ণ নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এবার সিনেমা প্রযোজনায় নাম লেখালেন লাস্যময়ী এই অভিনেত্রী।

বোন নূপুর শ্যাননকে সঙ্গে নিয়েই শুরু করেছেন নতুন যাত্রা। তার প্রযোজনার সংস্থার নাম রাখা হয়েছে ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’। অভিনেত্রীর পাশাপাশি প্রযোজক তকমা গায়ে জড়াতে চান কৃতি, বলতে চান নতুন গল্প।

মঙ্গলবার (৪ জুলাই) ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, “এবার গিয়ার বদলানোর সময় এসেছে। এই ইন্ডাস্ট্রিতে আমার নয়টা বছর স্বপ্নের মতো ছিল। ছোট্ট ছোট্ট ধাপে বাচ্চার মতো শিখেছি, বেড়ে উঠেছি আর আজকে অভিনেত্রী হয়ে উঠেছি।

সিনেমা তৈরির প্রত্যেকটা পদক্ষেপ আমি প্রচণ্ড ভালবাসি। এবার আরও কিছু করার সময় এসে গেছে। এমন গল্প বলতে চাই যা আমার মন ছুঁয়ে গেছে, হয়তো আপনাদেরও মন জিতে নেবে। অবশেষে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার প্রযোজনা সংস্থা ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস।”

কৃতি শ্যাননের প্রযোজনায় প্রথম সিনেমার নাম ‘দো পাত্তি’। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কাজল। এর আগে, শাহরুখ খানের প্রযোজনায় ‘দিলওয়ালে’ ছবিতে কাজলের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন কৃতি।

উল্লেখ্য, কৃতি শ্যাননকে সবশেষ দেখা গেছে ‘আদিপুরুষ’ সিনেমায়। এতে সীতা চরিত্রে তার অভিনয় প্রশংসা কুড়ালেও গল্প, সংলাপ ও ভিএফএক্সের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ছবিটি। বক্স অফিসেও তেমন সুবিধা করতে পারেনি ‘রামায়ণ’র আঁধারে নির্মিত সিনেমাটি। এতে কৃতির বিপরীতে রাম চরিত্রে অভিনয় করেন দক্ষিণী তারকা প্রভাস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]