14539

05/14/2025 আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাবের বিশেষ পেট্রোল

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাবের বিশেষ পেট্রোল

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৩ ২২:৫৫

সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ রোবাস্ট পেট্রোল মোতায়েন জোরদার করেছে র‌্যাব-৪। শনিবার (২৯ জুলাই) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব-৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযান, খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সঙ্গে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন সেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাব-৪ এর জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এলিট বাহিনী হিসেবে অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে ও জনগণের সার্বিক নিরাপত্তায় শনিবার র‍্যাব-৪ এর আওতাধীন এলাকায় (গাবতলী, আশুলিয়া, মিরপুর ১ ও দারুস সালাম) জনমনে ভীতি দূর করতে বিশেষ রোবাস্ট পেট্রোল মোতায়েন করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব-৪ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]