14547

05/11/2025 আহমেদাবাদে হাসপাতালে আগুন, সরানো হলো ১০০ রোগী

আহমেদাবাদে হাসপাতালে আগুন, সরানো হলো ১০০ রোগী

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০২৩ ১৬:৩৭

আহমেদাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রায় ১০০ জন রোগীকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৩০ জুলাই) সকালে শাহিবাগে রাজস্থান হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণে কাজ করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা চম্পাবত জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দল কাজ করছে। হাসপাতালের বেজমেন্ট যেখানে আগুন লেগেছিল সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বহুতল ভবনের হাসপাতালটি থেকে প্রায় ১০০ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালটি একটি দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]