14787

05/17/2024 হাজারো পনিরের নিচে চাপা পড়ে কারখানা মালিকের মৃত্যু

হাজারো পনিরের নিচে চাপা পড়ে কারখানা মালিকের মৃত্যু

রকমারি ডেস্ক

৯ আগস্ট ২০২৩ ১৭:৫৯

ইতালিতে হাজারো পনিরের চাকার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক কারখানা মালিক। ৭৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম গিয়াকোমো চিয়াপ্পারিনি। তার মরদেহ উদ্ধার করতে ১২ ঘণ্টার বেশি সময় লেগেছে। এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় দমকল কর্মী আন্তোনিও দুসির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, চিয়াপ্পারিনি গ্রানা পাডানো নামক এক ধরনের শক্ত পনির চাকার নিচে চাপা পড়েন— যার একেকটির ওজন প্রায় ৪০ কেজি। এরকম হাজারো পনির ও তাক হাত দিয়ে সরাতে হয়েছিল দমকল কর্মীদের। এ জন্য মৃতদেহ খুঁজে পেতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে।

জানা গেছে, গত রোববার ইতালির উত্তর লোম্বার্ডি অঞ্চলের ওই কারখানায় একটি লোহার তাক ভেঙে পনিরের নিচে চাপা পড়েছিলেন চিয়াপ্পারিনি। বৃহস্পতিবার তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে এএফপিকে জানিয়েছে দমকল কর্মীরা। তবে লোহার তাকটি কীভাবে ভেঙে পড়ে তার সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এছাড়া পনিরের চাকাগুলো অন্তত ৩৩ ফুট উচ্চতা থেকে নিচে পড়েছে বলেও ধারণা করা হচ্ছে।

এ ধরণের শক্ত পনির ইতালিতে খুব জনপ্রিয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]