14812

05/12/2025 কাবা-মসজিদে নববি রক্ষণাবেক্ষণে নতুন পরিষদ গঠন

কাবা-মসজিদে নববি রক্ষণাবেক্ষণে নতুন পরিষদ গঠন

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০২৩ ০০:৪৪

ইসলাম ধর্মাবলম্বীদের দুই পবিত্রতম মসজিদ কাবা শরিফ ও মসজিদে নববি রক্ষণাবেক্ষণে ‘প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যাট দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রফেট’স মস্ক’ নামের নতুন একটি পরিষদ গঠন করেছে সৌদি সরকার।

পরিষদের শীর্ষ নির্বাহীর পদে রয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ। মঙ্গলবার বাদশাহের দপ্তর থেকে জারি করা এক ডিক্রিতে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।

পৃথক এক প্রতিবেদনে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এখন থেকে কাবা এবং মসজিদে নববির ইমাম ও মুয়াজ্জিনদের নিয়োগদান, তাদের বক্তব্য বা খুৎবা পর্যবেক্ষণ, দুই মসজিদের চত্বরে ধর্মীয় সভা-সেমিনারের আয়োজন, আগত মুসল্লিদের পরিষেবা প্রদানসহ সার্বিক দেখভালের দায়িত্বে থাকবে নতুন এই পরিষদ।

প্রতি বছর হজ ও ওমরাহ করতে লাখ লাখ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে যান। মক্কায় অবস্থিত কাবা শরিফকে কেন্দ্র করেই পালন করা হয় হজ ও ওমরাহর যাবতীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান।

অন্যদিকে হজ-ওমরাহর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলেও ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মসজিদে নববির ধর্মীয় মর্যাদা অনেক উচ্চ। কারণ এই মসজিদের চত্বরেই রয়েছে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (সা.)’র রওজা মোবারক। যারা হজ কিংবা ওমরাহ করতে সৌদিতে যান তাদের একটি উল্লেখযোগ্য অংশ মসজিদে নববিও জিয়ারত করেন।

এতদিন পর্যন্ত সৌদি সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দুই মসজিদের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিল। এখন থেকে বাদশাহর নেতৃত্বাধীন নতুন পরিষদ এই দায়িত্ব পালন করা হবে।

নতুন এই পরিষদ অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে সম্পূর্ণ স্বাধীন হবে বলে উল্লেখ করা হয়েছে বাদশাহর দপ্তর থেকে জারি করা ডিক্রিতে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]