15251

05/17/2024 হুর’র সব পণ্যে চলছে ৫০ শতাংশ ছাড়

হুর’র সব পণ্যে চলছে ৫০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৩ ২২:০৫

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর’র সব পণ্যে চলছে ৫০ শতাংশ ছাড়। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কের লেভেল-১ এ অবস্থিত হুর’র শোরুমে মেয়েদের থ্রি-পিস, আনস্টিচ টু পিস, কাফতান ও এথনিক কুর্তি, দোপাট্টা, লেডিস ট্রাউজার, ছেলেদের শার্ট, পাঞ্জাবি, কাবলি, ডেনিম প্যান্ট, টুইল প্যান্টসহ বাচ্চাদের সব পোশাকেও চলছে এই ছাড়।

মেয়েদের পোশাকের মধ্যে থ্রি পিস ৫০ ভাগ ছাড়ের পর বিক্রয় মূল্য শুরু ১৫৫৬ টাকায়। যা সর্বোচ্চ ২৯৫৪ টাকায়ও পাওয়া যাবে। এগুলো স্টিচ থ্রি পিস। পাশাপাশি একই থ্রি পিসগুলোর আনস্টিচও পাওয়া যাচ্ছে। আনস্টিচ টু পিস (কর্টস) পাওয়া যাচ্ছে ১৫০২ টাকায়। কাফতান ও এথনিক কুর্তি ৫০ ভাগ ছাড়ে দাম শুরু ৯১১ টাকায়। পাওয়া যাবে ১২০০ টাকা পর্যন্ত।

বিভিন্ন ধরনের দোপাট্টা (সিল্ক, শিফন) পাওয়া যাচ্ছে ৬৪২ টাকায়। মেয়েদের ট্রাউজার পাওয়া যাচ্ছে ৬৪২ টাকায়। ছেলেদের পোশাকগুলোও ৫০ ভাগ ছাড়ে পাওয়া যাচ্ছে। তার মধ্যে ছাড় দিয়ে সর্বনিম্ন দামে ফরমাল শার্ট ১০৭২ টাকা, ক্যাজুয়াল শার্ট ৯১১ টাকা, টুইল প্যান্ট ৯৫৬ টাকা, ডেনিম প্যান্ট ১০৭২ টাকা, ট্রাউজার ৬৪২ টাকা, পাঞ্জাবি ৯১১ টাকা, কটি ১২৩৩ টাকায় পাওয়া যাচ্ছে। ছেলেদের জুতা পাওয়া যাচ্ছে ৭০ ভাগ ছাড়ে। তবে সেটা শুধু শোরুমে।

বাচ্চাদের পোশাকের মধ্যে ৫০ ভাগ ছাড় দিয়ে থ্রি পিস সর্বনিম্ন ১৪৪৮ টাকা, টপস ৫৮৮ টাকা ও ট্রাউজার ৪৮১ টাকায় পাওয়া যাচ্ছে।

রাজধানীর উত্তরা থেকে শুক্রবার হুরের শোরুমে শপিং করতে আসা আহসানুল করিম বলেন, হুর’র পোশাক সবসময় অনন্য। ৫০ ভাগে ছাড়ে প্রায় ১০ হাজার টাকার পোশাক কিনেছি। ডিসকাউন্ট প্রাইসে অনেক ভালো পোশাক কিনেছি পরিবারের সবার জন্য।

হুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কামরুন নাহার নিশা যুগান্তরকে বলেন, আগস্টের শুরুতে আমাদের এই ছাড় শুরু হয়েছে। বেশ সাড়া পাচ্ছি আমরা। ফ্যাশন ব্র্যান্ড হিসাবে অনেকেই শুধু হুর থেকেই কেনাকাটা করেন। বর্ষার সময় অনেকেই শোরুমে আসতে না পারলেও তারা অনলাইন অর্ডার করছেন। আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে গিয়েও ক্রেতারা অর্ডার করতে পারছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]