15681

05/11/2025 এডিসের লার্ভা পাওয়ায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

এডিসের লার্ভা পাওয়ায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৭

মশক নিধন অভিযানে ৬টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৬টি মামলায় মোট ৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন তেজকুনিপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন বলেন, আজকের অভিযানে ডিএনসিসির অঞ্চল-৫ এর আওতাধীন ২৬ নম্বর ওয়ার্ডের তেজকুনিপাড়া এলাকায় মশক নিধন অভিযানে ৬টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৬টি মামলায় মোট ৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

এদিকে অঞ্চল-৩ এর আওতাধীন বাড্ডা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। এ সময় বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]