16825

05/09/2025 উন্নয়ন পরিকল্পনায় নদীর বিষয়টি মাথায় রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

উন্নয়ন পরিকল্পনায় নদীর বিষয়টি মাথায় রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৩২

দেশ বাঁচাতে হলে নদীগুলো বাঁচাতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য যেকোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আগে নদী সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এদিন ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্য রক্ষার লক্ষ্যে নেওয়া মাস্টার প্ল্যানের আলোকে সমীক্ষা প্রতিবেদন দেখা এবং এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত বিষয়ক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ঢাকার চারপাশের নদী দূষণ রোধে বাড়তে থাকা ঢাকা মহানগরীর কথা মাথায় রেখেই নদী রক্ষার পরিকল্পনা করতে হবে। বন্যা ঠেকানো নয়, বন্যা বা পানি ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে। পানির সাথেই বসবাস করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবে। তাই যেকোনো পরিকল্পনা করতে হলে, নদী সুরক্ষার কথা মাথায় রেখেই করতে হবে।

মাটির ঊর্বরতা রক্ষায় পলি আর ভূ-গর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে এর গুরুত্বের কথা মাথায় রাখার তাগিদ দেন সরকারপ্রধান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]