16883

05/09/2025 পৃথিবীতে বিশুদ্ধ গণতন্ত্র বিরল: কাদের

পৃথিবীতে বিশুদ্ধ গণতন্ত্র বিরল: কাদের

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর ২০২৩ ১২:৩৯

পৃথিবীতে বিশুদ্ধ গণতন্ত্র বিরল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে নষ্ট হওয়া গণতন্ত্রের ধারা আওয়ামী লীগ ঠিক করেছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখানে গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ি। মিলিটারি ডিকটেটররা অনেক সময় নিজেদের গণতান্ত্রিক দাবি করে৷ পৃথিবীতে বিশুদ্ধ গণতন্ত্র বিরল।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা শত বাধা বিপত্তি, প্রতিবন্ধকতার মুখেও এখনো গণতন্ত্রের পতাকা ধরে রেখেছি। যে ধারা সূচনা করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পঁচাত্তরের পর যে ধারা নষ্ট হয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে গণতন্ত্রের ধারা ঠিক করেছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]