17038

05/10/2024 গোলাপ পিঠা তৈরির সহজ রেসিপি

গোলাপ পিঠা তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৩ ১৪:২৪

শীত এলেই নানা স্বাদের পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বাঙালি খাবারের আয়োজনে পিঠা না থাকলে স্বাদ পূর্ণতা পায় না যেন। কত রকমের পিঠা, কত কী তার নাম। একেক পিঠার আবার একেক স্বাদ। প্রতিটি পিঠার স্বাদই জিভে লেগে থাকার মতো। কিছু পিঠা শুধু খেতেই না, দেখতেও ভীষণ চমৎকার। তেমনই একটি পিঠা হলো গোলাপ পিঠা। চলুন জেনে নেওয়া যাক গোলাপ পিঠা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে:ময়দা- ২ কাপ, তরল দুধ- আড়াই কাপ, লবণ- সামান্য, চিনি- দেড় কাপ, পানি- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন-

একটি পরিষ্কার হাঁড়িতে দুধ ঢেলে চুলায় ফুটতে দিন। দুধের সঙ্গে সামান্য লবণ মেশান। অনেকে মিষ্টি পিঠায় লবণ দেন না। এতে পিঠার স্বাদ ঠিকভাবে আসে না। তাই লবণ মেশাতে হবে। এরপর দুধ ফুটে উঠলে তাতে ময়দা ঢেলে ডো তৈরি করুন। নামিয়ে ভালো করে মথে নিন। অপর একটি হাঁড়িতে চিনি ও পানি জ্বাল দিন। ভালো করে ফুটিয়ে নিন। সিরা তৈরি হলে নামিয়ে রাখুন। এবার ডো থেকে বড় রুটির মতো বেলে নিন। সেই বড় রুটি থেকে ছোট ছোট তিনটি রুটি কেটে ভাঁজ দিয়ে গোলাপ তৈরি করুন। এরপর গোলাপ পিঠাগুলো ডুবো তেলে ভেজে সিরায় দিয়ে তুলে নিন। এবার পরিবেশন করুন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]