17284

05/20/2024 যুব চ্যাম্পিয়নদের ডিনারের দাওয়াত পাপনের

যুব চ্যাম্পিয়নদের ডিনারের দাওয়াত পাপনের

ক্রীড়া ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৩

যুব ক্রিকেটারদের হাত ধরে আগেও টুর্নামেন্টের শিরোপা জয়ের উৎসবে মেতেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দল আগে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল, এবার নতুন প্রজন্মের একই বয়সীরা প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে। এমন জয় স্বাভাবিকভাবে দারুণ অনুভূতি তৈরি করেছে টাইগার ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে। এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়া যুব ক্রিকেটারদের রাতের খাবারের (ডিনার) জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটির বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। যেখানে মধ্যপ্রাচ্যের দেশটিকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পর আজ (সোমবার) বিকেলে জুনিয়র টাইগাররা দেশে ফিরছে। দেশে ফেরার পর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন তারা।

এদিকে, বিসিবি সভাপতির সঙ্গে ডিনার করার আমন্ত্রণ পেয়েছে যুবা চ্যাম্পিয়নরা। আগামীকাল (মঙ্গলবার) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। জানিয়েছেন— বোর্ড সভাপতি সবাইকে নিয়ে মঙ্গলবার রাতে ডিনার করবেন।

আজ স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা। দলের সঙ্গে ফিরছেন কোচিং স্টাফের সদস্যরাও।

এবারের যুব এশিয়া কাপ আসরের শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও মাটিতে নামিয়ে এনেছিল জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল আসরের সবচেয়ে বড় দল ভারত। কিন্তু ম্যান ইন ব্লুদের বিপক্ষেও বাংলাদেশ অনায়াসী জয় পায়। অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্বাগতিক আরব আমিরাতও। ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে অবশ্য দমে যায়নি তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। নিজেদের সর্বোচ্চটা দিয়েই জয় ছিনিয়ে এনেছেন মাহফুজুর রহমান রাব্বিরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]